× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'এটা দুর্ঘটনা নয়, হত্যা': ফার্মগেটে মেট্রোরেলের প্যাড পড়ে পথচারী নিহত, বিচার দাবি স্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৫, ২৩:১৮ পিএম । আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

নিহত আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারী নিহত হওয়ার ঘটনাকে 'দুর্ঘটনা নয়, হত্যা' বলে দাবি করেছেন নিহতের স্ত্রী আইরিন আক্তার। তিনি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনার পর তেজগাঁও থানা থেকে আইরিন আক্তার সাংবাদিকদের কাছে তার ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'এটা দুর্ঘটনা নয়, হত্যা। এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবহেলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমার ছেলেটার বয়স ৪ বছর, আর মেয়ের ৩ বছর। বাচ্চা দুটি তাদের বাবাকে হারাল। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?'

নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চকদারের ছেলে। তিনি উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

আবুল কালামের শ্যালক সোহাগ আহমেদ জানান, তার দুলাভাই একসময় মালয়েশিয়ায় ছিলেন। ছয় বছর আগে বিয়ে করে তিনি আর মালয়েশিয়া যাননি। তবে দুর্ঘটনার দিন তিনি কেন ফার্মগেটে গিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ারিং প্যাড পড়ে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় আরও দুজন আহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

বিষয় : মেট্রোরেল

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.