× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল, আদানির চুক্তি পুনর্বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৫, ১৯:৪০ পিএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৫, ১৯:৪০ পিএম

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আরও জানান, বিতর্কিত আদানি পাওয়ারের সঙ্গে জ্বালানি চুক্তিটি সরকার পুনর্বিবেচনা করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত দুদিন ধরে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি বাতিল হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চুক্তির তালিকাটি সঠিক নয়। তিনি স্পষ্ট করেন, "যে তালিকাটা এসেছে, এটা সঠিক নয়। এর অধিকাংশেরই আদৌ কোনো অস্তিত্ব নেই।"


তৌহিদ হোসেন জানান, "একটি মাত্র চুক্তি বাতিল করা হয়েছে। এটি অনেক পুরোনো, অনেক দিন আগেই করা হয়েছিল।" বাকিগুলোর কয়েকটি বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই।


তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, 'ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ', 'অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ', 'আশুগঞ্জ-আগরতলা করিডর', 'ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প' এবং 'সিলেট-শিলচর সংযোগ প্রকল্প' নামে কোনো প্রকল্প বা চুক্তি নেই।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, 'আশুগঞ্জ-সরাইল-ধরখার প্রজেক্ট' নামে একটি প্রকল্প চলমান, যার একটি প্যাকেজ বাতিল হয়েছে।

তিনি আরও নিশ্চিত করেন:

  • কুশিয়ারা নদীর পানি বণ্টন: 'এমওইউ অন উইড্রয়াল ওয়াটার বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম কমন বর্ডার রিভার কুশিয়ারা' নামের সমঝোতা স্মারকটি (২০২২ সালে স্বাক্ষরিত) এখনো স্থগিত বা বাতিল করা হয়নি।


  • বন্দর ব্যবহার: চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তিটি ('এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস...') বাতিল হয়নি।


  • পেট্রোলিয়াম পাইপলাইন: 'পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি' নামে কোনো চুক্তি হয়ইনি। পার্বতীপুর পর্যন্ত বিদ্যমান পাইপলাইন সম্প্রসারণের প্রাথমিক আলোচনা হয়েছিল মাত্র।

আদানি পাওয়ারের সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়ে তৌহিদ হোসেন বলেন, "আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে, এটা মোটামুটি ঠিক আছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে। এটা চলমান, কোনো চুক্তি হয়ে গেছে বা বাতিল হয়েছে এ রকম কোনো কিছু নেই।"

অন্যদিকে, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মীরসরাই ও মোংলায় ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় থাকা প্রকল্পগুলো বাতিলের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তৌহিদ হোসেন গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে বলেন, এর মেয়াদ আগামী বছর শেষ হবে এবং নবায়নের জন্য আলোচনা চলছে। তিনি জানান, তিস্তা পানি বণ্টন চুক্তির কোনো খসড়া এখনো স্বাক্ষরিত হয়নি।

তিনি যোগ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল হওয়া একমাত্র চুক্তিটি হলো জিআরএসের সঙ্গে থাকা একটি 'টাগ বোট চুক্তি'। চুক্তিটি বাংলাদেশের জন্য লাভজনক না হওয়ায় এটি বাতিল করা হয়েছে।

চুক্তি পুনর্বিবেচনা বা পর্যালোচনাধীন থাকার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তালিকা দেননি। তবে জানান, মোংলা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে লাইন অব ক্রেডিটের আওতায় থাকা প্রকল্পগুলো বাতিল করার চেষ্টা চলছে।

এর আগে স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের সঙ্গে থাকা ১০টি চুক্তির একটি তালিকা প্রকাশ করে কিছু চুক্তি বাতিল এবং কিছু পর্যালোচনাধীন বলে দাবি করেছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.