× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৫, ০২:০৭ এএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৫, ০২:০৮ এএম

বে-টার্মিনাল এলাকা থেকে উদ্ধার হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামীম মাসুদ খান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামীম মাসুদ খান (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামীম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে স্নাতক সম্পন্ন করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি লিংকডইন প্রোফাইলে সাকুরা ট্রান্সপোর্ট এজেন্সি নামক একটি প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। শামীম মাসুদের গ্রামের বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় বাবা-মাসহ পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয়রা বে-টার্মিনাল এলাকায় রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তার মোবাইলে একটি কল এসেছিল এবং তিনি তার মায়ের কাছে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম বলেন, "তথ্য পেয়ে হালিশহর থানা থেকে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাস্থল হালিশহর থানা এলাকায় মনে হলেও, প্রাথমিক অনুসন্ধানের পর রাত ২টার দিকে তারা লাশটি আমাদের কাছে হস্তান্তর করে। তখন শামীমের পরিবারের সদস্যরাও হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। তার হাত-পায়ের রগ কাটা ছিল।"

তিনি আরও জানান, শামীম আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, এমন দুই ধরনের ধারণা নিয়েই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান এই ঘটনা নিশ্চিত করে বলেন, "বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.