× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৫, ০১:১১ এএম । আপডেটঃ ০৯ অক্টোবর ২০২৫, ০১:১১ এএম

অধ্যাপক তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

শিক্ষাবিদ এবং স্বনামধন্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক তোফায়েল আহমেদের জামাতা সারোয়ার জাহান গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য তাঁকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাঁর হার্টে রিং পরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশের শিক্ষাজীবন ও স্থানীয় সরকার কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রাখা অধ্যাপক তোফায়েল আহমেদ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে ১৯৫৪ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন।

তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে যথাক্রমে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি যান যুক্তরাজ্যের সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তিনি সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি (অর্থনীতি) ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন।

অধ্যাপক তোফায়েল আহমেদ জাতীয় পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনে কাজ করেছেন। তিনি ড. ইউনূস সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। স্থানীয় সরকার কাঠামোর ওপর তাঁর বিশ্লেষণধর্মী ও গবেষণাভিত্তিক কাজগুলো দেশে অত্যন্ত সমাদৃত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.