× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'সুষ্ঠু নির্বাচন'ই জীবনের শেষ ব্রত: প্রধান নির্বাচন কমিশনার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম । আপডেটঃ ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সর্বজনীনভাবে গ্রহণযোগ্য করার বিষয়টিকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সংলাপে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

সিইসি বলেন, একটি বিশেষ পরিস্থিতির কারণে একটি বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু করাকে তিনি দেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করার শেষ সুযোগ হিসেবে নিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ কাজটি নির্বাচন কমিশনের একাঁর পক্ষে সম্ভব নয়। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।

এর আগে কমিশন সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করেছে। আজকের সংলাপে সিইসি মাঠপর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনকারীদের বাস্তব অভিজ্ঞতা শুনতে চেয়েছেন। তিনি উল্লেখ করেন, কোথায়, কীভাবে জালিয়াতি হয় বা কোথায় ব্যবধান তৈরি হয়, সে সম্পর্কে মাঠের কর্মীরাই সবচেয়ে ভালো জানেন।

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর ভোটার তালিকা হালনাগাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। সিইসি জানান, এ পর্যন্ত প্রায় ২১ লাখ ৫০ হাজার মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৫ লাখ যোগ্য ভোটারের নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও, নারী-পুরুষের সংখ্যানুপাতে প্রায় ৩০ লাখ কম নারী ভোটারের সংখ্যা বাড়াতে কাজ করেছে কমিশন। নারীদের মধ্যে সচেতনতা তৈরি করে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি প্রবাসী ভোটারদের এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে যুক্তদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

সোমবারও (০৬ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি সংলাপ করেছে ইসি। সাংবাদিকেরা এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী হলফনামা, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.