ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এবার গণমাধ্যম, নারী নেত্রী এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন। এর মাধ্যমে নির্বাচনকে আরও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন মহলের পরামর্শ গ্রহণ করবে ইসি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
সংলাপের সূচি:
- সোমবার (৬ অক্টোবর):
- সকাল সাড়ে ১০টায়: টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।
- দুপুর আড়াইটায়: সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার সম্পাদক/সাংবাদিকদের সঙ্গে সংলাপ।
- পরের দিন (মঙ্গলবার):
- নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধি সময়ের সঙ্গে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে। নির্বাচন পরিচালনায় প্রশিক্ষিত জনবলও রয়েছে। এরপরও জাতীয় নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রীসহ সবার মতামত ও পরামর্শ প্রয়োজন।
আমন্ত্রিতদের পাঠানো চিঠিতে ইসি জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যাশা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে চান। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি বদ্ধপরিকর।
গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে 'সংলাপ পর্ব' শুরু করেছিল ইসি। পূজার ছুটির পর এবার দ্বিতীয় দফায় এই ধারাবাহিক সংলাপ চলছে। এই সংলাপ প্রক্রিয়া মোট এক থেকে দেড় মাস ধরে চলবে। এই মাসেই দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
এই সংলাপ পর্ব জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি এবং সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।