× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দলটি এই প্রতীক পাবে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সংরক্ষিত তালিকা থেকে এনসিপিকে বিকল্প একটি প্রতীক বেছে নিতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'আমাদের ১১৫টি সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। যেহেতু সংরক্ষিত প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক নিতে হয়, তাই শাপলা দেওয়ার কোনো সুযোগ নেই।' তিনি আরও জানান, 'এনসিপিকে বিকল্প একটি প্রতীকের প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। দুই পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি করা হবে।'

২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, জনসম্পৃক্ততার অংশ হিসেবে পর্যায়ক্রমে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, নারীনেত্রী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞরা এই সংলাপে অংশ নেবেন।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং প্রতীকের সংরক্ষিত তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ইসিতে ফেরত এসেছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের প্রস্তাবটি এখনো আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ আছে। আখতার আহমেদ বলেন, 'একটি ভালো নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের নির্বাচনী প্রস্তুতি পর্যায়ক্রমে চলবে।'

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.