ছবি: সংগৃহীত
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে এই ভোটদানের সম্পূর্ণ প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ-এর অনুমোদনের পর এই প্রক্রিয়াটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে, তিনি জানিয়েছিলেন যে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা খুব সহজেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন।
অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া:
ভোটের জন্য নিবন্ধন করতে প্রবাসীদের ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল প্লে স্টোর’ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিচের ১১টি ধাপে নিবন্ধন সম্পন্ন করা যাবে:
১. প্রথমে অ্যাপটি চালু করুন।
২. বাংলাদেশ ছাড়া অন্য দেশ বেছে নিয়ে মোবাইল নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন।
৩. আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে, যা ব্যবহার করে নম্বরটি যাচাই করুন।
৪. আপনার লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে নিজের ছবি তুলুন।
৫. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে একটি সেলফি তুলুন।
৬. রেজিস্ট্রেশনের জন্য আপনার এনআইডি-এর ছবি আপলোড করুন, যা স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে।
৭. আপনার পাসপোর্টের তথ্যও যাচাই হবে।
৮. বিদেশে আপনার বর্তমান ঠিকানা দিন, যেখানে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে।
৯. অ্যাকাউন্ট যাচাই হওয়ার পর আপনার নিবন্ধন সম্পন্ন হবে।
১০. এরপর পোস্টাল ব্যালট ডাকযোগে পাওয়ার জন্য অপেক্ষা করুন।
ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি:
ইসি থেকে নির্ধারিত খাম হাতে পাওয়ার পর প্রবাসীরা নিচের ৯টি ধাপ অনুসরণ করে ভোট দিতে পারবেন:
১. অ্যাপে দেওয়া আপনার ঠিকানায় ব্যালট পেপার পৌঁছানোর খবর জানতে পারবেন।
২. অ্যাপে থাকা ইসির নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন।
৩. আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন।
৪. নিজের একটি ছবি তুলুন।
৫. খামের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন।
৬. ব্যালট পেপারে প্রার্থীর প্রতীকের পাশে টিক চিহ্ন দিয়ে ভোট দিন। এখানে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে।
৭. খামের ভেতরে থাকা ঘোষণাপত্রে স্বাক্ষর করুন।
৮. ভোট দেওয়া ব্যালট পেপারটি ফেরত খামে ভরে তা বন্ধ করুন।
৯. নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে সেই খামটি জমা দিন।
প্রবাসীরা নিজেদের ব্যালট তৈরি, পাঠানো, হাতে পাওয়া, ফেরত পাঠানো এবং বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত মোট ছয়টি ধাপ অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন প্রবাসীদের এই ভোটগুলো গণনা করবেন এবং চূড়ান্ত ফলাফলের সঙ্গে তা যোগ করা হবে।
নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, এই নতুন প্রক্রিয়া ব্যাপক প্রচারের জন্য খুব দ্রুত সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের অনুমোদনের পর দ্রুতগতিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্রবাসী বাংলাদেশিরা সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh