× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪ পিএম

কবি রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। গত ১৫ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।

আশির দশকের অন্যতম আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন একাধারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত (২০০৬) এবং জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব।

শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে বলেন, "তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন এবং খুব শিগগির শিল্পকলা একাডেমিতে আসবেন।"

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউদ্দিন স্টালিন বলেন, "শিল্পকলা একাডেমি আমাদের সংস্কৃতিচর্চার এক বৃহৎ প্রতিষ্ঠান। আমরা চাই, বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে আরও উজ্জ্বল করতে। আমাদের যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তাকে আরও বিকশিত করার জন্য কাজ করব। যেহেতু এইমাত্র দায়িত্ব নিলাম, বিস্তারিত বিষয় নিয়ে পরে কথা বলব।"

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের পর সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগের পর এই পদে একাধিকবার পরিবর্তন এসেছে। প্রথমে নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দায়িত্ব দেওয়া হলেও মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। সর্বশেষ সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই এই পদে এলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.