× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: টিআইবি’র ইফতেখারুজ্জামান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩ পিএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) 'রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি' এবং 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)' যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দল যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। আমাদের দেশে গত ১৬ বছর ধরে প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে পেশাগত বিরোধ সৃষ্টি করা হয়েছে, যা কার্যকর গণতন্ত্রের পথে বড় বাধা।

তিনি উল্লেখ করেন, গত সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখনও প্রশাসনে আছেন এবং তারা পতিত সরকারের এজেন্ট বা সহযোগী হিসেবে কাজ করছেন। তবে তার মতে, প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী পক্ষপাতদুষ্ট নন। অনেকেই পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিতদের অবস্থান ফিরে পাওয়ার ক্ষেত্রেও দলীয়করণ প্রতিস্থাপিত হয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। এই টানাপোড়েনের মধ্য দিয়েই প্রশাসন এগোচ্ছে এবং এটি রাতারাতি পরিবর্তন করা বা নতুন করে সাজানো সম্ভব নয়।

ইফতেখারুজ্জামান বলেন, একটি স্থিতিশীলতা তৈরি এবং নতুন ধরনের পেশাদারিত্ব গড়ে তোলার জন্য আমাদের সময় দিতে হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.