× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি হামলার নিন্দা, জবাবদিহির দাবি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৫ এএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ এএম

ছবি: সংগৃহীত

কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে আয়োজিত জরুরি আরব-ইসলামি সম্মেলনে ফিলিস্তিনিদের ওপর হামলা ও জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরকারের অবস্থান তুলে ধরে বলেন, "আমাদেরকে সম্মিলিতভাবে এই নির্জলা আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং এ ধরনের সমস্ত অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে।"

সম্মেলনের সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইত সেখানে স্বাগত বক্তব্য দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সেখানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের এই অযৌক্তিক ও বিনা উস্কানির হামলা কেবল কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। তিনি ইসরায়েলের এই আগ্রাসনকে তাদের বেপরোয়া কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করেন, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের বহু প্রস্তাবের প্রতি অবমাননা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসরায়েলের পরবর্তী যেকোনো উস্কানি ও আগ্রাসন প্রতিরোধে ওআইসিভুক্ত সব দেশকে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.