× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যাবজ্জীবন কারাদণ্ডের বয়স্ক কয়েদিদের মুক্তি দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬ পিএম । আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বেশি বয়স্ক বন্দিদের মুক্তি দেওয়ার কথা বিবেচনা করে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে। আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, '১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে তা ২০ বছর করা হতে পারে, তবে পুরুষদের জন্য মেয়াদ আরেকটু বেশি হবে।'

এই বিধান এখনো চূড়ান্ত হয়নি এবং কিছু শর্ত যুক্ত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'যাবজ্জীবন কারাদণ্ডের এই বিধান নির্ভর করবে সাজার সময় আসামির বয়সের ওপর।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, 'এটি নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তি-তর্কের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকার জনগণ তাদের অভিযোগ যথাযথ চ্যানেলে জানাতে পারে। রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই।'

তিনি আরও বলেন, 'রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না। আজকের মধ্যে অবরোধ তুলে না নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।'

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.