× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস

নতুন মেয়াদ কার্যকর হচ্ছে আজ থেকেই

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭ পিএম

সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই ক্ষমতা আগামীকাল, অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও এর ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ) এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ফৌজদারি কার্যবিধির বেশ কিছু ধারার অধীনে এই ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধ আমলে নিতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ধারা হলো: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে প্রথম এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর থেকে সরকার নিয়মিতভাবে দুই মাস পর পর এর মেয়াদ বৃদ্ধি করে আসছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.