× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে বাংলাদেশিদের জরুরি নির্দেশনা: নিরাপত্তা পরিস্থিতি অবনতি, সতর্কতা জারি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩ পিএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম

বাংলাদেশ সরকার

নেপালে চলমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে অযথা বাইরে বের না হতে এবং নিজেদের অবস্থান বা হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যারা নেপালে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকেও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ফ্লাইট গ্রহণ না করতে বলা হয়েছে। বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আটকে পড়া বাংলাদেশি: ফুটবল দল ও শিক্ষা সফরের প্রতিনিধি দল

বর্তমানে নেপালে বেশ কিছু বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩৬ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি একটি বিদেশভ্রমণমূলক শিক্ষা সফরে গিয়েছিল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নির্ধারিত সব কার্যক্রম বাতিল করা হয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

যোগাযোগ ও প্রেক্ষাপট

যে কোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে: +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭৯৮৫১১২৮৩৮১।

প্রসঙ্গত, ২৬টি সামাজিক মাধ্যম সাইট বন্ধের প্রতিবাদে নেপালে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জনের প্রাণহানি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দেশজুড়ে অচলাবস্থা তৈরি হয়। এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.