× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ, থাকছে বাস্তবমুখী মহড়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ এএম । আপডেটঃ ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম

আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১ লাখ ৫০ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিশাল বাহিনীকে প্রস্তুত করতে পুলিশ সদর দপ্তর নতুন ও বাস্তবমুখী প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বাসসকে বলেন, "একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে সব ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি।"

তিনি জানান, তার নেতৃত্বাধীন মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগ নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে গত তিন মাসে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-এর তত্ত্বাবধানে তৈরি এই কোর্সটি পুলিশ সদস্যদের যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলায় সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণের বিশেষ দিক:

প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের চলচ্চিত্র এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে। এসব উপকরণ ব্যবহার করে প্রশিক্ষণকে আরও কার্যকর করে তোলা হবে।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে এই মডিউল অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিআইজি জিয়া উদ্দিন আরও জানান, আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন 'ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)' তৈরির পরিকল্পনা রয়েছে। এই মাস্টার ট্রেইনাররাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্বে থাকা দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

এই প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী মহড়া। এই মহড়ার মাধ্যমে পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য হাতে-কলমে অভিজ্ঞতা পাবেন।

ডিআইজি জিয়া জানান, এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.