বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিশেষ উড়োজাহাজে করে তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এসবি সূত্র অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে পরাজিত হওয়া ব্যক্তিদেরই কেবল দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাঁদের ফেরত পাঠানো হবে, তাঁদের সম্পর্কে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।