× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিত্যপণ্যের বাজারে আগুন, ১০০ টাকার নিচে সবজি হাতেগোনা

সবজি থেকে মাছ-মাংস, সবখানেই স্বস্তি খুঁজছে সাধারণ মানুষ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের বাজার আবারও উত্তাল। চাল, ডাল, তেল থেকে শুরু করে সব ধরনের সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। সাধারণ আয়ের মানুষ যেখানে সবজি ও মাছ-মাংসের ওপর নির্ভর করে, সেখানে এই পণ্যগুলোর দামও এখন নাগালের বাইরে। বর্ষা ও বন্যার কারণে দাম বাড়ার যে যুক্তি দেওয়া হচ্ছিল, টানা কয়েক দিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও সেই উত্তাপ কমছে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া বাকি সবকিছুর দাম ১০০ টাকার উপরে। বেগুন, শিম, বরবটি ও টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ।

আকাশ ছুঁয়েছে সবজির দাম

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে গোল বেগুন প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের পছন্দের সবজি ঝিঙা এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি। পলাশী বাজারে লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকা পিস এবং বরবটি ১০০ টাকা কেজি। টমেটোর দাম আকাশছোঁয়া, ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। এছাড়া, উস্তা ১০০ টাকা এবং শিম ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম এখনও অসহনীয়, প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও এর দামে কোনো প্রভাব পড়েনি, দেশি পেঁয়াজ এখনও ৮০ টাকা কেজি।

মাছ-মুরগিতেও নেই স্বস্তি

সবজির পাশাপাশি মাছের দামও সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা সহনীয় হলেও দেশি নদীর মাছের দাম অনেক বেশি। চাষের চিংড়ি প্রতি কেজি ১০০০ টাকার বেশি, আর দেশি বোয়াল মাছের দামও ১০০০ টাকা কেজি। টেংরা ৬০০ থেকে ৯০০ এবং কাজলী মাছ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের ভরা মৌসুমেও দাম কমেনি, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। অন্যদিকে, পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।

মাছ বিক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় অন্যান্য মাছের দাম বেড়েছে। মাছের বাজারে এই অস্থিরতা সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

ব্রয়লার মুরগি ১৭৫ টাকা, কক ৩১০ টাকা, এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, সোনালি মুরগি প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা এবং ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

'সিন্ডিকেট নয়, বেপারী-ফড়িয়াদের কারসাজি'

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন, "ভোক্তারা নানাভাবে ঠকছেন। আসলে সিন্ডিকেট বলতে কিছু নেই, কিছু পণ্য বেপারী ও ফড়িয়াদের খপ্পরে পড়ে অস্বাভাবিক হারে দাম বাড়ে।" তিনি আরও বলেন, "নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।"

বিষয় : বাজার দর

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.