বাংলাদেশ নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাতে কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনী, যেমন—সেনা, নৌ, বিমান ও কোস্টগার্ডকে যুক্ত করাসহ মোট ৪০-৪৪টি সংশোধনী প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসউদ জানান, ইসি নির্বাচনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সমভোট পেলে লটারির বদলে আবার নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাদ দিয়ে একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোট যুক্ত করা, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল এবং ঋণ খেলাপের ক্ষেত্রে ভোটের পরে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা।
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের মতামত আমলে নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি আরপিও সংশোধনের কাজ করে।
গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো হচ্ছে:
এই সংশোধনীগুলো আইন মন্ত্রণালয়ের ভেটিং (যাচাই) শেষে সরকারের অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপিত হবে। এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে। নির্বাচন কমিশন আশা করছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই আইনি সংস্কার চূড়ান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh