× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলেছে সুন্দরবনের দরজা! কীভাবে যাবেন, কত খরচ, কী দেখবেন?

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ এএম । আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ এএম

সুন্দরবনের কোকিলমনির কাছে খাল পার হচ্ছে একদল চিত্রা হরিণ।

নদী আর বনের যেখানে মিলন, সেখানেই জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন। তিন শতাধিক নদী ও খালের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই বন দাঁড়িয়ে আছে আপন মহিমায়। এখানে প্রবেশ করলেই নাগরিক কোলাহল মিলিয়ে যায়; শোনা যায় শুধু প্রকৃতির নীরব সুর, পাখির কলতান, জোয়ার-ভাটার ছন্দ আর বাতাসে গাছের ফিসফিসানি। জুন থেকে আগস্ট পর্যন্ত পর্যটকদের জন্য বন বন্ধ থাকলেও প্রতি বছর সেপ্টেম্বর এলে আবার খুলে যায় সুন্দরবনের দুয়ার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া আরামদায়ক থাকায় এ সময়টিই পর্যটনের জন্য সবচেয়ে উপযুক্ত।

যাত্রাপথ ও ভ্রমণব্যবস্থা

সুন্দরবনের ভেতরে কোনো হোটেল নেই, তাই এখানে থাকতে হয় লঞ্চ বা ট্রলারে। রান্নাবান্না ও খাওয়াদাওয়াও সেখানেই চলে। তাই একা একা ভ্রমণ করা সম্ভব নয়। এর জন্য ট্যুর অপারেটরদের মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করতে হয়। তারাই বন বিভাগের অনুমতি, গাইড ও নিরাপত্তারক্ষীসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

কীভাবে যাবেন:

ঢাকা থেকে সুন্দরবন যেতে চাইলে প্রথম গন্তব্য হলো খুলনা, বাগেরহাটের মোংলা বা সাতক্ষীরার শ্যামনগর। সেখান থেকেই আসল যাত্রা শুরু হয়। তবে কিছু ট্যুর অপারেটর ঢাকা থেকে সরাসরি নদীপথে পর্যটকদের সুন্দরবনে নিয়ে যান।

একদিনের ভ্রমণ:

সময় স্বল্পতা থাকলে একদিনের জন্য মোংলার কাছে করমজল বা হাড়বাড়িয়া যেতে পারেন। খুলনার দিক থেকে যেতে চাইলে নদী বা সড়কপথে কালাবগী অথবা ট্রলারে শেখেরটেক যাওয়া যায়। আর সাতক্ষীরার দিক থেকে কলাগাছিয়া বা দোবেকী যাওয়া যায়। তবে হাড়বাড়িয়া, শেখেরটেক ও দোবেকীতে প্রবেশের জন্য বন বিভাগের বিশেষ অনুমতি প্রয়োজন হয়।

খরচ ও প্যাকেজ

খরচ নির্ভর করে আপনি কীভাবে ভ্রমণ করতে চান তার ওপর।

ট্রলারে ভ্রমণ:

করমজল, কালাবগী বা কলাগাছিয়া যেতে একটি ট্রলারে খরচ হয় ৩ হাজার থেকে ৫ হাজার ৫০০ টাকা। এতে ২০-৩০ জন একসঙ্গে যেতে পারেন।

হাড়বাড়িয়া, শেখেরটেক বা দোবেকীর মতো স্থানে যেতে ট্রলারপ্রতি ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ হয়।

প্যাকেজ ট্যুর:

যারা সুন্দরবনের গভীরে যেতে চান, তাদের জন্য ট্যুর অপারেটরদের প্যাকেজই সেরা। সাধারণত তিন দিন দুই রাতের প্যাকেজগুলো বেশ জনপ্রিয়। এই প্যাকেজে ভ্রমণ অনুমতিপত্র, থাকা-খাওয়া, নিরাপত্তা—সবকিছুর ব্যবস্থা থাকে।

সাধারণ প্যাকেজে জনপ্রতি খরচ হয় ৭ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা।

শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ বা ক্রুজ শিপে গেলে খরচ পড়ে ১৪ হাজার ৫০০ থেকে ২২ হাজার টাকার মধ্যে।


কাঠের ট্রলারে ভ্রমণ:

আরও রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য খুলনা বা সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে কাঠের ট্রলারে ভ্রমণ করতে পারেন। ১০-১৫ জনের এই ভ্রমণে জনপ্রতি খরচ হয় প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকা।


দর্শনীয় স্থান

সুন্দরবনের প্রতিটি কোণেই রয়েছে অপার বিস্ময়। তবে সব জায়গায় প্রবেশের অনুমতি নেই। কিছু উল্লেখযোগ্য স্থান হলো:

করমজল ও হাড়বাড়িয়া: মোংলার সবচেয়ে কাছের এই স্থান দুটিতে হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র আছে। হাড়বাড়িয়ার কাঠের ট্রেইল ধরে হাঁটলে বনভূমির অসাধারণ দৃশ্য দেখা যায়।

কটকা ও কটকা সমুদ্রসৈকত: এখানে হরিণের দল দেখা যায়। একটু দূরেই লাল কাঁকড়ায় ভরা এক বিশাল সমুদ্রসৈকত।

দুবলার চর: এটি রাসমেলা এবং শুঁটকি তৈরির জন্য প্রসিদ্ধ। হাজার হাজার জেলে এখানে মাছ ধরে শুঁটকি তৈরি করেন, যা পর্যটকরা দেখতে পারেন।

হিরণ পয়েন্ট: এটি একটি সংরক্ষিত অভয়ারণ্য। এখানে হরিণ, বানর, এবং নানা রকম পাখির দেখা মেলে। ভাগ্যে থাকলে রয়েল বেঙ্গল টাইগারও দেখতে পারেন।

প্রয়োজনীয় অনুমতি:

সুন্দরবনে প্রবেশের জন্য বন বিভাগের অনুমতি নেওয়া আবশ্যক। এর জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। ভ্রমণের অন্তত তিন দিন আগে আবেদন করতে হয়। তাই ট্যুর অপারেটরের সঙ্গে পাঁচ দিন আগে যোগাযোগ করা ভালো।


কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সুন্দরবনে ড্রোন ওড়ানো, আগ্নেয়াস্ত্র বহন, বা বন্যপ্রাণীকে বিরক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ২০২৩ সাল থেকে সুন্দরবনের ভেতর প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই প্লাস্টিকের বোতলের বদলে ধাতু বা কাঁচের বোতল ব্যবহার করতে হবে।
  • শহরের কোলাহল থেকে দূরে এই বনের গভীরে ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, মোবাইল চার্জার, এবং শীতকালে গরম পোশাক সঙ্গে রাখা জরুরি।
  • এখানে মোবাইল নেটওয়ার্ক সীমিত। তুলনামূলকভাবে টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী।
  • সুন্দরবন শুধুই একটি ভ্রমণের স্থান নয়, এটি লাখো প্রাণীর আবাসস্থল। তাই বনের ভেতরে যতটা সম্ভব নীরব থাকবেন এবং কোনোভাবেই বর্জ্য ফেলবেন না।

বিষয় : সুন্দরবন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.