নির্বাচন কমিশন (ইসি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় সকল প্রস্তুতিমূলক কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করে সাংবিধানিক এই সংস্থা। এতে অংশীজনদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী আইন-বিধি সংস্কারসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে।
কর্মপরিকল্পনার বিস্তারিত
ইসির এই রোডম্যাপে প্রতিটি কাজের সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
ইসির এই কর্মপরিকল্পনাকে বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানালেও কিছু বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে।
সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামী রমজানের আগে (২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে) ভোট আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং ইসি এই বিষয়ে তাদের সাথে আলোচনা করবে। প্রতিটি জিনিসই চ্যালেঞ্জের, তবে ইসি তা মোকাবিলা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
বিষয় : ইসি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন ভোট
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh