× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশাসনে বড় রদবদল: উপসচিব পদে ২৬৮ কর্মকর্তার পদোন্নতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৫, ০৩:০৭ এএম । আপডেটঃ ২৯ আগস্ট ২০২৫, ০৪:১০ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৮ জন কর্মকর্তা।  বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন এই পদোন্নতিতে ৩০তম বিসিএসের কর্মকর্তারা প্রথমবারের মতো উপসচিব পদে এসেছেন। এই ব্যাচের কর্মকর্তারা ২০২২ সালে চাকরির ১০ বছর পূর্ণ করার পর থেকেই পদোন্নতির অপেক্ষায় ছিলেন।

গত বছর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতরে পদোন্নতির প্রক্রিয়া জোরদার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জন রয়েছেন।

এছাড়াও, একই সময়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১১৪ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড-১ পদে, ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদে, ৭২ জনকে যুগ্ম সচিব পদে এবং ৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই সময়ে সচিব বা সিনিয়র সচিব পদে ৯ জন, গ্রেড-১ পদে ১ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৯ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উপসচিব থেকে সচিব পর্যন্ত ১৬৪ জন কর্মকর্তা স্বাভাবিক অবসরে গেছেন। সম্প্রতি, অন্যান্য ক্যাডারের ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির জন্য সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

বৃহস্পতিবারের পদোন্নতি দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত ৬ জনের পদোন্নতির সিদ্ধান্ত রয়েছে। উল্লেখ্য, উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি হয় প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ২৫ শতাংশ অন্য ক্যাডার থেকে আসা কর্মকর্তাদের মধ্য থেকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.