রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই সিদ্ধান্ত নেওয়া হলো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ) রাতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। এই তারিখটি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় শিক্ষার্থীরা এর তীব্র সমালোচনা ও বিক্ষোভ শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য এই তারিখটি ধর্মীয় ভাবাবেগের সঙ্গে সাংঘর্ষিক ছিল।
শিক্ষার্থীদের এই বিক্ষোভের পর নির্বাচন কমিশন জরুরি সভায় বসে। সেই সভা থেকে নতুন তারিখ ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনেই ফলাফল ঘোষণা করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে।