× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম: সাড়ে চার মাস পর পদ পূর্ণ হলো

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ২০:২৬ পিএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ২০:৫৮ পিএম

মো. শফিকুল ইসলাম

দীর্ঘ সাড়ে চার মাস পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের পদ পূর্ণ হলো। নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।

দীর্ঘদিন ধরে শূন্য ছিল ডিবির এই গুরুত্বপূর্ণ পদ। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। এরপর থেকেই পদটি খালি ছিল।

নতুন ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিসিএসের ১৮তম ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) হিসেবে কাজ করেন। ২০০২ সালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। এটি তার দ্বিতীয় দফায় ডিবিতে যোগদান।

পেশাগত জীবনে শফিকুল ইসলাম তিনবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে প্রথমবার ২০০৭ সালে লাইবেরিয়ায়, দ্বিতীয়বার ২০১০ সালে একই দেশে এবং তৃতীয়বার ২০১৩ সালে আইভরি কোস্টে যান। এছাড়াও তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), নৌ-পুলিশের পুলিশ সুপার (এসপি) এবং হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই পদায়নের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.