× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তত্ত্বাবধায়ক সরকার: ‘সাময়িক নয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪ পিএম । আপডেটঃ ২৭ আগস্ট ২০২৫, ২০:২৬ পিএম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সাময়িক কোনো সমাধান দিতে চায় না আপিল বিভাগ। বরং নির্বাচনকালীন সরকার নিয়ে একটি কার্যকর ও টেকসই সমাধান চায় সর্বোচ্চ আদালত, যাতে এই সমস্যা বারবার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ মন্তব্য করেন। তার নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন যে, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়, তবে তা কখন থেকে কার্যকর হবে? এর মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভুঁইয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল এবং ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ওপর শুনানি শেষে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ২১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়, যা হাইকোর্ট ২০০৪ সালে খারিজ করে দেয়। এরপর আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

পরবর্তীতে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি নিশ্চিত করে। এরপর বিভিন্ন পক্ষ, যেমন—সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার জন্য পৃথক আবেদন করেন। এই সবগুলো আবেদন একত্রে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

এই শুনানিতে সর্বোচ্চ আদালতের মন্তব্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.