× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৫, ০২:০২ এএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৫, ০২:০৩ এএম

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে নয় সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাদের স্বাগত জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া ৫৬তম এই সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং জোরপূর্বক অনুপ্রবেশের (পুশইন) মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে আগামী ২৮ আগস্ট ভারতীয় প্রতিনিধি দলটি ভারতে ফিরে যাবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.