× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, পুলিশি পাহারায় প্রত্যাবর্তন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ০১:৩৩ এএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৫, ০১:৩৪ এএম

বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে নিউইয়র্কে হেনস্তার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তার ওপর ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা কনস্যুলেট অফিসের কাচের দরজা ভেঙে ফেলেন বলেও জানা গেছে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, "একটা দেশে রাজতন্ত্র চলছিল... ছাত্র-জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন, এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে, এটাই তো স্বাভাবিক।"

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করেন। সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি।"

উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আহ্বান জানান। ভারতীয় টেলিভিশন বন্ধ করে দেওয়ার আহ্বানের জবাবে তিনি বলেন, "আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালোর কথা বলে এসেছি।"

অনুষ্ঠান শেষে মাহফুজ আলম কখন বের হবেন, তা জানার জন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করছিলেন। পরিস্থিতি খারাপ দেখে কনস্যুলেট অফিস নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে (এনওয়াইপিডি) খবর দেয়। পরে রাত ১২টার পর এনওয়াইপিডির পাহারায় মাহফুজ আলম কনস্যুলেট অফিস থেকে বের হন। তিনি আগামী ২৭ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে থাকবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.