ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ গাড়ি চালকের প্লটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণলয়।
বৃহস্পতিবার সংবাদ মন্ত্রণালয় বলেছে, জরুরিভিত্তিতে এসব প্লটের বরাদ্দ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউকের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমানের সই করা একটি চিঠিতে রাজউক চেয়ারম্যানকে শেখ হাসিনার দপ্তরে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক মো. বোরহান উদ্দিন, মো. বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. নুর হোসেন ব্যাপারী, মো. মাহবুব হোসেন, মো.শাহীন, মো. মিজানুর রহমান, মো. বাচ্চু হাওলাদার, মো. নুরুল ইসলাম, মো. রাজন মাদবরের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়।
এই ১২ জন ৩ কাঠা করে ৬টি প্লট পান। এছাড়া গাড়িচালক মো.নুরুল আলম, মো. নুর নবী এবং মো. শাহীন- এই তিনজনের নামে বরাদ্দ দেওয়া হয় ৫ কাঠার একটি প্লট।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবর্হিভুতভাবে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গঠন করা দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনের বরাতে মন্ত্রণালয় বলছে, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম, বিধিমালার ব্যত্যয় এবং নিয়ম বর্হিভুতভাবে তাদের নামে প্লট বরাদ্দ হয়েছে।