× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫০ এএম । আপডেটঃ ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ এএম

ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ। এই দু’দেশ যদি সহায়তা চায় তাহলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে, আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত-মহাসম্পর্ক আছে। কিন্তু এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে এমন বড় কোনও সংঘাত সৃষ্টি আমরা চাই না।

এ বিষয়ে মধ্যস্থতায় বাংলাদেশের কোনো ভূমিকা নেয়া উচিৎ নয় জানিয়ে তিনি বলেন, আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। তারা সহায়তা চাইলে আমরা মধ্যস্থতা করতে পারি। তবে আগ বাড়িয়ে আমরা যেতে চাই না। এ বিষয়ে অফিশিয়াল কোনো যোগাযোগ করাও হয়নি। দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতা করে দেয়ার প্রস্তাব এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয় : কাশ্মীর

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.