মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ আছেন। এছাড়া ফেরিডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে সাতটি ছোট ও দুটি বড় মালবাহী ট্রাক ছিল।দিবাগত রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচল বন্ধ থাকে। আজ সকাল সোয়া আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন।
খবর পেয়ে লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এর আগে নদীতে ঝাঁপ দেওয়া কয়েকজন সাঁতরে নদীর তীরে ওঠেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নিখোঁজ হন ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবির।
নিখোঁজ চালকের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।