× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫, ০২:৩৩ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৫, ০৫:১২ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে তার মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

পাঁচ সদস্যের এ কমিটির ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। এ নিয়ে দুই মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ অগাস্ট গঠিত এ কমিশন কাজ শুরু করে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ব্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি (১৭২টি) অভিযোগ।

বিষয় : গুম

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.