× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৫, ০৮:২৬ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৫, ০৮:২৬ এএম

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন। তবে এটিকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে দেখা উচিত হবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ— এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের সাথে একাত্মতা পোষণ করতে বাংলাদেশে এসেছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এ সময় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমৎকৃত করেছে। দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সাহায্য করবে বলো মন্তব্য করেন তিনি।

শান্তিরক্ষা মিশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম দেশ। শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপদসংকুল জায়গায় কাজ করে থাকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.