মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহন নিয়ে একটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পিকআপ ও কাভার্ডভ্যানসহ রজনীগন্ধা নামের ফেরিটি নদীতে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম এবিষয়ে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ফেরিডুবির কারণ জানা যায়নি।