× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

নাহিদ ইসলাম

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায় ভারতের। এমনটা ঘটলে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (৫ ফেব্রিয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারি-মার্চ রাজপথ ছাত্র-জনতার দখলেই থাকবে। আমরা যেকোনো সময়ের জন্য প্রস্তুত। কোনো ভয় বা আতঙ্ক দেখিয়ে আমাদের পিছপা করা যাবে না। এ সময় আইনি জায়গায় থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি।

অভ্যুত্থানে গণমাধ্যমগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ইলেকট্রনিক মিডিয়া তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করছিল। টিভিতে কিছু দেখানো হচ্ছিলো না। তখন সংবাদপত্রের একটি ইতিবাচক ভূমিকা ছিল। তবে কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখিয়েছিল।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাহাত্তর সালের মতো অপরাধীরা যেন নিজেদের নির্দোষ দাবি করতে না পারে এবং ইতিহাস বিকৃতি রোধে জুলাই আন্দোলন দক্ষতার সাথে নথিভুক্ত করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.