জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বলে জেনেছেন। তাঁর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে জানতে পেরেছি। পুলিশ বনানীর ওই বাসায় গিয়ে ঘটনার কারণ উদ্ঘাটনে তথ্য সংগ্রহ করছে। কী কারণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।’