× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাব্বিশের জুন পর্যন্ত প্রত্যাশিত সংস্কারের সময় প্রয়োজন: আইন উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এরপর ঐক্যমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। ফলে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব।

রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.