× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইন উপদেষ্টা

সংস্কার কাজগুলো বছরখানেক সময় পেলে করে যাব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫০ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঐকমত্য থাকলে, পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না।’ এজন্য সংস্কারের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ আমলে একটা প্রবণতা চালু হয়ে গিয়েছিল, দোষী সাব্যস্ত ও অপরাধীর বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ার।’

সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, ‘দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিচার বিভাগ কখনো এতো নির্মম ও নিপীড়কে পরিণত হতে পারে না।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.