× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ এএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত (১২)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছে আরাফাত।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান।

ফেসবুকের এক পোস্টে তিনি জানান, শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গত এক সপ্তাহ টানা দৌঁড়ঝাপের পর আগামী ২৪ ডিসেম্বর আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। অথচ...

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। রাত ১টার দিকে এক পোস্টে বলা হয়, শহিদী মিছিলে যোগ দিয়েছেন আমাদের আরও এক ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেছেন শহীদ আরাফাত, বয়স ১২ বছর। শহিদ আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি ছিল। উন্নত চিকিৎসার জন্য আর উড়াল দিতে হলো না আরাফাতের, আমাদেরকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে। শহীদ আরাফাতের জানাজার নামাজ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। পরিবারের সঙ্গে আলোচনা করে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.