× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ ঢাকার বাতাস 'বিপদজনক'

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯ পিএম

ছবি: ফাইল

দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।

চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসে মানছিল খুবই অস্বাস্থ্যকর।

তারই ধারাবাহিকতায় আজও ঢাকার বাতাসের খবর সুখবর নয়।  

সকালের দিকে বায়ুমণ্ড কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা আরো খারাপ হয়ে উঠেছে।

আজ ঢাকার বাতাস বিপদজনক অবস্থায় রয়েছে। সকাল থেকে রাজধানীর আকাশ বেশ কোয়াশাচ্ছন্ন।  

সকালে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে


শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ৪৩৫! সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। কোনো শহরের বায়ুমান ৩০০+ হলে সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।

ছবি: বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা


বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দিল্লির বায়ুমান ৩৮৬। বায়ুদূষণের দিক থেকে বরাবরই শীর্ষ শহরের তালিকায় থাকা পাকিস্তানের লাহোর এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে। সেখানকার বায়ুমান ৩৩১। এছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে মিশরের কায়রো ও ভারতের কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.