× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত

০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪ পিএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক— এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণব ভার্মা। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন‍্যে একসাথে কাজ করার আগ্রহ আছে।

প্রণয় ভার্মা বলেন, সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাবো।

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে আগরতলায় বাংলাদেশি দূতাবাসের সামনে গতকাল অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের নামে বিক্ষোভকারীরা সেখানে তাণ্ডব চালায়।

এই ঘটনায় সোমবার রাতে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এ ঘটনাটি ছিল পরিকল্পিত। স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.