× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৪, ২৩:৪৬ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৪, ০১:০৫ এএম

সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত করছে ফ্যাসিস্টরা: মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। এসব করে তারা বিদেশিদের কাছে বাংলাদেশকে এক মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ছাত্র কনভেনশনে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ছাত্ররা সর্বপ্রথম এগিয়ে এসেছে কিন্তু এ আন্দোলনে কতজন রিকশা শ্রমিক প্রাণ দিয়েছে, আমরা তার সঠিক হিসাব রাখি না। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম অসুস্থ ছাত্রদের দেখতে। সেখানে গিয়ে দেখেছি প্রায় ৪০ ভাগ শ্রমিক, যারা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন এবং রিকশা চালান।

তিনি বলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানানো প্রয়োজন। এ কথাগুলো এজন্য বলছি যে এবার লড়াইটা মাটি থেকে দাঁড়িয়ে করেছে। গুলি খেয়ে মাটিতে পড়ে গেছে কিন্তু ভয় পেয়ে পেছনে হাঁটেনি, এখানে বিজয়। বাংলাদেশের ইতিহাসে যখনই আমরা বুক পেতে দিয়েছি, রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে।

দেশ ও জনগণের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়। এমনটা কেউই দেখতে চায় না। জিতে গেছি এমন উল্লাসে কিছু নেই, এখনো অন্ধকার রয়ে গেছে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.