× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যে বার্তা দিয়েছিলেন আইনজীবী সাইফুল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৪, ১৩:১১ পিএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

গত আগস্টে দেশের ফেনী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা মারাত্মক বন্যায় প্লাবিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে তখন বন্যার্তদের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ। বন্যায় বৌদ্ধ ধর্মাবলম্বিদের ত্রাণ বিতরণের কিছু ছবিযুক্ত একটি পোস্ট শেয়ার করে প্রয়াত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লিখেছিলেন, ‘আপনি এই দেশের একতাকে ধর্মের নামে ভাঙতে পারবেন না’।

চলতি বছরের ২২ আগস্ট ফেসবুকে দেওয়া সাইফুলের সেই পোস্টটি হঠাৎ আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া সেই আইনজীবী নিজেই যে আজ সাম্প্রদায়িকতার বলি হয়েছেন। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপরই তার অনুসারীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আদালতপাড়ায় তাণ্ডব চালায়। এসময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা।

সাইফুল ইসলাম আলিফের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। ২০১৮ সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তালিকাভুক্ত হন হাইকোর্টের আইনজীবী হিসেবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.