× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৪, ১৮:৪০ পিএম । আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৪, ২১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

সরাসরি ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বিষয়টি বিবেচনায় রয়েছে।’ শনিবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

বদিউল আলম বলেন, ‘সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ও স্থানীয় সরকার নির্দলীয় হওয়ার কথা বলেছেন। কিন্তু সংসদীয় পদ্ধতি নয়, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। অর্থের উৎসের সচ্ছতা যেনো নিশ্চিত হয় সেটাও বলা হয়।’

তিনি বলেন, ‘মতবিনিময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনার কথা বলা হয়।’

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা সুপারিশে বলা হয় বলে জানান বদিউল আলম।

তিনি বলেন, ‘ মতবিনিময় সভায় নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.