× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ

ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যদের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৪, ০৫:৫২ এএম । আপডেটঃ ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ এএম

গণফোরাম ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন গণফোরাম ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার বিকালে পৌনে ৩ টায় তারা যমুনায় প্রবেশ করেন।

সরকার গঠিত সংস্কার কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণফোরাম সংলাপে অংশ নিয়েছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম প্রতিনিধি দলে আছেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্য সচিব ডা. মিজানুর রহমান মিজান, সদস্য সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল, হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তক আহমেদ।

এছাড়া আজ লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল সংলাপে অংশ নেবে। এর আগে বিএনপি, জামায়াত ও সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৫ অক্টোবর তৃতীয় দফায় সংলাপ শুরু হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.