× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচ দিন পর ঝলমলে রোদ, পঞ্চগড়ে জনমনে স্বস্তি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ এএম

স্বস্তি ফিরেছে জনজীবনে

পঞ্চগড়ে টানা চার থেকে পাঁচ দিন পর দেখা মিলল সূর্যের। দুপুরের ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনজীবনে। স্থানীয় মানুষদের রোদের উষ্ণতা উপভোগ করতে দেখা গেছে। 

গৃহিণীরা জমে থাকা কাপড় শুকাতে দিয়েছেন বাড়ির পাশে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে দিনরাত ঘনকুয়াশা দেখা দেয়। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঠিকমতো সূর্যের দেখা মিলেনি। রোববার তাপমাত্রা সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। 

সোমবার (১৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১০ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বেলা ১১ পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। পাঁচ দিন পর রোদের উষ্ণতায় যেন প্রাণ ফিরে পান স্থানীয় মানুষজন।

জেলা শহরের তেঁতুলিয়া রোড এলাকার বাসিন্দা আইজুল ইসলাম জানান, এবারের শীতে আমাদের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। তবে দুপুরের দিকে কড়া রোদে যেন আমাদের প্রাণ ফিরে এসেছে। আমাদের খুব কষ্ট হচ্ছিল ঠান্ডার জন্য। সকাল পর্যন্ত বেশ কুয়াশা ছিল। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.