সংগৃহীত ছবি
কক্সবাজারে ৮ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাটিতে মোট ৪৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ২৪ জুন এই কক্সবাজারেই সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ৪৬৭ মিলিমিটার।
এক আবহাওয়াবিদ ন্যাশনাল ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি ৮ বছরের মধ্যেও সর্বোচ্চ । শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের বৃষ্টিই অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কক্সবাজার বাদে গত ২৪ ঘণ্টায় আরও যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেগুলো হলো, চট্টগ্রামে ১৫৯ মিলিমিটার, টেকনাফে ১১৩, পটুয়াখালীতে ১১৫, খেপুপাড়ায় ১০৫, সন্দ্বীপ ৮৭, হাতিয়ায় ৭৯, আমবাগানে ৭১, মোংলা ও রাঙ্গামাটিতে ৫৯, মাদারীপুরে ৪৮, গোপালগঞ্জ ৪৪, ভোলায় ৪৩, খুলনায় ৪০, সীতাকুণ্ডে ৩৭, বরিশাল ও রামগতিতে ৩১, কয়রা ২০, নোয়াখালীর মাইজদীকোর্টে ১৯, পাবনার ঈশ্বরদীতে ১৭, যশোরে ১০, চুয়াডাঙ্গায় ৬, ফেনীতে ৫, সাতক্ষীরায় ৪, কুমিল্লায় ৩, নারায়ণগঞ্জে ২, চাঁদপুর ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফরিদপুরে ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে এবং উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ভারতের উত্তর প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজ সন্ধ্যায় ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh