বাধা সরানোর জন্যই আমি এসেছি বলে মন্তব্য করেছেন নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে রোববার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে আব্দুস সালাম এসব কথা বলেন।
এসময় নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেছেন, বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে তিনি সবচেয়ে বেশি জোর দেবেন। প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের বিলম্ব না হয় এবং তা বাধাগ্রস্ত না হয়, সেটি তিনি নিশ্চিত করবেন। এ ছাড়া গ্রামীণ যোগাযোগ বৃদ্ধি ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও কাজ করবেন বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যতটুকু বুঝলাম, আমাদের পাইপলাইনে অনেক প্রকল্প রয়েছে। এর মধ্যে বিদেশি অর্থায়নের অনেক প্রকল্পও আছে। আমি বিদেশি অর্থায়নের প্রকল্পে জোর দিতে বেশি আগ্রহী হব; কারণ, দেশে অর্থ আসা দরকার।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে যাতে বিলম্ব না হয়, সে লক্ষ্যে আমি কাজ করব। কারণ, প্রকল্প যত বেশি ও দ্রুত বাস্তবায়ন হবে, তত দ্রুত পাইপলাইনে থাকা অর্থ আমাদের কাছে আসবে। সে হিসেবে আমি এটিকে অগ্রাধিকার বলে মনে করি।