স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
টানা চারবার নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছেন তিনি। এর মধ্যে শেষ দুই মেয়াদের ধারাবাহিকতায় এবারও তিনি সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন।
নতুন করে একই দায়িত্ব নিয়ে পলক চ্যালেঞ্জ মনে করছেন প্রযুক্তিনির্ভর জীবনব্যবস্থা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাকে। এ ছাড়া তরুণদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিও চ্যালেঞ্জ বলে জানান তিনি। গতকাল শনিবার আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তাঁর কাজের পরিকল্পনার কথা জানান।
জুনাইদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন-অগ্রগতির গতিপথ। এখন আমাদের নতুন চ্যালেঞ্জ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ হবে প্রযুক্তিনির্ভর জীবনব্যবস্থা, যেখানে নাগরিকসেবা থেকে শুরু করে সবকিছুই জনগণ স্মার্টলি করতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সোসাইটি। এই চার স্তম্ভের প্রতিটি বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আইসিটি বিভাগ ‘স্মার্ট বাংলাদেশ: আইসিটি ২০৪১’ মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে।