× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে পানি ছাড়ার আগে সতর্কতা করা হয়, ভারতকে সেটা জানানো হবে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম । আপডেটঃ ২৩ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম

হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন | ছবি—সংগৃহীত

ভবিষ্যতে ভারত যখন বাঁধ খুলে দিয়ে পানি ছাড়বে তার আগে যেন ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে জানানো হয়, সেই বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রকে জানানো হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, “প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা। কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি।

“তবে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।”

শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

ভারতের ত্রিপুরার গোমতী নদীর উপর ডম্বুর ড্যাম ৩১ বছর পর ভারি বর্ষণের কারণে খুলে দেওয়া ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে- এমন বিষয় নিয়ে বৃহস্পতিবার দিনভর আলোচনা-সমালোচনার মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা বললেন।

তবে বন্যা নিয়ন্ত্রণে খননের আগে নদী দখলমুক্ত করার ওপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, “দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।”

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।”

হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াই নদীকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করা যায় সেটার দিকে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.