পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে উপলক্ষে মেতে
ওঠে পুরান ঢাকাবাসী। নানা আয়োজনে চলছে এ উৎসবের প্রস্তুতি। রোববার (১৪ জানুয়ারি) এই উৎসব পালিত হবে।
প্রতিবছর পৌষের শেষ দিনে এ উৎসবে ঘুড়ি
ওড়ানোর প্রতিযোগিতায় মাতেন তারা। দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় আতশবাজি
ও রংবেরঙের ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরের আকাশ।
সাকরাইন ঘিরে পুরান ঢাকার শাঁখারীবাজার,
লক্ষ্মীবাজার, নয়াবাজার, তাঁতীবাজার, গেণ্ডারিয়া, ধুপখোলা ও সূত্রাপুর
এলাকায় ঘুড়ি, নাটাই ও সুতা বেচাকেনার ধুম পড়েছে।
শাঁখারীবাজারের ঘুড়ি বিক্রেতা সোমেন পাল জানান, গত
বছরের চেয়ে এবার বেচাকেনা ভালো হচ্ছে।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা হাজি জাফর শেখের ছেলে নাইম। ঘুড়ি কিনতে এসে তিনি
বলেন, বাড়ির ছাদে পারিবারিকভাবে সবাই সাকরাইন উৎসব করব। ছোট-বড় মিলিয়ে ৫০টি ঘুড়ি
কিনেছি।