× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ৫০ টাকার নোটের বিষয়ে যা জানা

১৩ মার্চ ২০২৪, ১১:৩১ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৪, ১১:৩২ এএম

স্মারক ৫০ টাকার নোট ফেসবুকে ভাইরাল। ছবি : সংগৃহীত



সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন ৫০ টাকার নোট। নোটটির এক পিঠে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অপর পৃষ্ঠে মেট্রোরেলের ছবি। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট’। এটি ছড়িয়ে পড়ার পর থেকে সবাই নোটটির খোঁজে নেমেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়। ওই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ। গ্রুপের অ্যাডমিন ‘জাগ্রত রাকিব’ নামের আইডি থেকে এটি পোস্ট করা হয়েছে। লিখা হয়েছে, ‘৫০ টাকার নতুন নোট’। এটি বিভিন্ন ফেসবুক পেইজ, গ্রুপ, অ্যাকাউন্ট থেকেও পরে পোস্ট করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোটটি স্মারক, বিনিময়যোগ্য নয়। ওই নোটের মধ্যেও তাই লিখা রয়েছে। কিন্তু বিষয়টি অনেকেই খেয়াল করেননি। সবাই মনে করছেন নতুন নোট এসেছে। মূলত, প্রথম মেট্রোরেল চালুর সময় স্মারক নোটটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে নতুন স্মারক নোট চালু

উল্লেখ্য, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। এটি দিয়ে লেনদেন করা যায় না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.